ফেরারি জীবন
আজ বহুদিন পরে দেখা হলো
আজ আর কোন কথা নয় বন্ধু,
চলো জীবনের কথা বলে যাই।
তুমিও এপথে ওপথে চলেছো
আমার চলাও ছিলো অন্তহীন
দুজনে চেয়েছি এক পথে চলি
বিপরীত স্রোতে ভেসেছি কেবল।
আজ তবু দেখা হয়েই তো গেলো
চলো আজ জীবনের কথা বলি!
ভয়ঙ্কর ছন্দে উঠেছিল ঝড়
ভেঙ্গেছিল সব ঘরদোর জানি
জানা হয়নি কোথায় ছিলে তুমি
তবু দেখাতো আবার হয়ে গেলো।
জীবন মানে তো আধো ঘুমে স্বপ্ন
সারা উপত্যকা স্বপ্নের মঞ্জিল
একদিন স্বপ্ন পর্বত শৃঙ্গেরে
ভালোবেসে আকাশকে ছুঁতে চায়
প্রচণ্ড সংঘর্ষে স্বপ্ন চূর্ণ চূর্ণ
আকাশে আকাশে ফেরারি জীবন।
অজানা
এই যে নিরালম্ব অবস্থান কতদিন কতকাল
এই যে অস্তিত্বের হাহাকার হয়তো চিরন্তন।
আমার তোমার যাপনের কাল স্বস্তিহীন শুধু
স্বর্ণলতিকার মতন সোহাগী শোভন হলেও
পরজীবী হবার যন্ত্রণার অবসান নেই কোনদিন।
ওপারে সমুদ্র উথাল পাথাল বেলাভূমি তপ্ত বালুময়
কখন উঠবে প্রলয় ঝড় সেও তো অজানা,
বন্দরে কি ফেলবে নোঙর অচেনা জলযান?
অলৌকিক স্বপ্নের যাত্রা শেষ হবে কি নতুন কোন
পারাপারহীন আলোকের ইশারায় অন্য উপকূলে?