
মঙ্গলবার, এপ্রিল ০৪, ২০১৭
বহু স্বরের সম্মিলনে 'বহুস্বর'-এর সার্থক বার্ষিক অনুষ্ঠান
sobdermichil | এপ্রিল ০৪, ২০১৭ |
সাহিত্য সংস্কৃতি বার্তা
| মিছিলে স্বাগত
উত্তর ২৪ পরগনা জেলার সদর-শহর বারাসাতের সুভাষ ইনস্টিটিউটে গত ২রা এপ্রিল বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল 'বহুস্বর' পত্রিকাগোষ্ঠী। গত কয়েক বছরের প্রকাশকালের মধ্যেই বারাসাত থেকে প্রকাশিত এই পত্রিকাটি ভাবনাচিন্তায় বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে। ফলে, তাদের বার্ষিক অনুষ্ঠানও যে ব্যতিক্রমী হবে এই আশা ছিল উপস্থিত দর্শক-শ্রোতার মনে।

এছাড়াও ছিল এই সময়ের কয়েকজন উল্লেখযোগ্য কবির কবিতা-পাঠ এবং 'বহুস্বর'-এর পুরোধা কবি চন্দন ঘোষ-সহ কয়েকজন গল্পকারের অনুগল্প-পাঠ। অনুষ্ঠানের অন্যান্য অংশের মতো এই দুটি খণ্ডেরও সুচারু সঞ্চালনা করলেন কবি শান্তনু চট্টোপাধ্যায়। স্বপ্নময় চক্রবর্তী ছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কবি নীলাঞ্জন মুখোপাধ্যায়, গল্পকার দেবজ্যোতি ভট্টাচার্য, প্রকাশক তাপস মুখার্জি প্রমুখ।
প্রতিবেদন -
রাহুল ঘোষ
কলকাতা

