Header Ads

Breaking News
recent

কৌশিক গাঙ্গুলি

কৌশিক গাঙ্গুলি
 "কালিকাপ্রসাদ " 

বাবরি চুল মাথা নাড়ে
মনমাতানো মাটির সুরে ,
গান গাইছেন কালিকাপ্রসাদ ।
তত্ত্বকথা সহজভাবে
বাউল যেন হাবেভাবে
করছে মনে প্রেম আবাদ ।
দোহার বা একক গানে
বাজনা বাজান আপনমনে
ভালবাসায় সে এক প্রবাদ ।
কালো রাতের নিশির ঘোরে
প্রান হারালো ঘুমঘোরে ,
সবার প্রিয় কালিকাপ্রসাদ ।
কথায় কথায় লোকগানে
মানুষ ভাসতো মনের টানে ,
স্বপ্নে আসে , স্মৃতির কোঠায়
মনের মানুষ শুধু কেঁদে যায়
কোথায় গেলে কালিকাপ্রসাদ ?
ভাবন মানুষ গানে , কথায়
তাকে শুধু মনে করে যায় ,
অঘটনে যে সব বরবাদ ।
বাবরি চুল মাথা নাড়ে
মন মাতানো মাটির সুরে
গান গাইতেন কালিকাপ্রসাদ ।কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.