Header Ads

Breaking News
recent

অনুপ ঘোষাল বিশ্বাস 

নদীটার ক্ষয়িষ্ণু শিরদাঁড়ায় ---
হারিয়ে যাওয়ার কথা ছিল-
অসমাপ্ত গানের শরীরী মৃত্তিকায় ----
কথা ছিল ঐকান্তিক সহবাসের -
বর্ষার আতিথেয়তায় ---
শীতের চঞ্চলতায়-----
অথবা---
চৈত্রের সুমহান ঐতিহ্যে--
ঘর বাঁধার কথা ছিল .......ঘরের ব্যালকনিতেই।
সূর্যটা --
পেন্সিলবক্সের তিন নম্বর ঘরে --
এক্কা-দোক্কা খেলে চলেছে ....... বহুক্ষণ -
ওখানে ....প্রেম রাখিনি কখনও ---
অনাসক্ত গোলাপের মতো --
শরীর ......শুধুই শরীর ....আর ----
বেহিসেবি আত্মীয়তার ......ভগ্ন উপকূল।
এটা --
সিল্ক রুটের --প্রথম ভালো -বাসা।
পলাশের সুপ্ত--
বনচাঁড়ালের ব্যাস্ত --
আর--
মোরগ-ঝুঁটির অহঙ্কারী অভিধান --
কুমারীত্ব হারিয়েছে কাল......
তোমার সোনাঝুড়ির বিলাসিতা --
জাম্পুইটাং -এর সরলতা --
আর-
বুনাস নদীটার একাকীত্বে ।
উঁকি দাও --তোমার বুক ঘেঁষে নেমে আসা --
চেতনার ডেকানট্রাপে--
এখনও ------
সেখানে ------
চৈতালী রাতে --
হাসনুহানার ফুলঝুরি ঝড়ে -বিশ্বস্ত বিশ্বাসের ।।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.