জাকির হোসেন স্মৃতিজিৎ



 ইউরিপিদিস হয়ে দুঃখ দিয়ো না আর  

আজ সারা রাত আমাকে জাগিয়ে রেখেছিলে তুমি
তোমার হাসির মত ঝরণার শব্দ শুনে জেগে উঠেছি বারবার
তোমার কারলি করা চুল দেখে ঈর্ষান্বিত মেঘ
তোমার আঙুললতা ছুঁয়ে
আমার শরীরে নেমেছিল বিদ্যুৎ
তোমারই চোখের আদলে রচিত হয়েছে কি মানস সরোবর?
এখন আর সন্দেহের কোনও অবকাশ নেই
তোমারই কোটিদেশ দেখে নির্মিত হয়েছে
তানপুরার তনু

আমার ভাবনার আকাশে ধ্রুবতারা হয়ে
সারা রাত ফোটালে চন্দ্রমল্লিকা
তোমার ঠোঁট থেকে রঙ তুলে নিয়ে কুলিন হলো গোলাপ
চোখ থেকে তুলে নিল নয়নতারা ফুল
তোমার হৃদিরঙে তুলি ছুঁয়ে শিল্পী হলো লিওনার্দো
তুমি পাপড়ি হয়ে বেঁচে আছো আমার শৌখিন  বাগানে

আর কবি করে তুলো না আমাকে
কবিদের বেদনার ভারে বেহালারা কাঁদে চিরকাল
বেহালাকে কাঁদিয়ো না আর....

আমি সেই অরফিউস
ফিরে তাকাবার মোহ নিয়ে বেঁচে আছি বলে
বারবার হারাই তোমাকে
আমার আহবানে ঘুঘু নেই কোনো
আছে শুধু কপোতের ঘুমহীন রাত
আমারই ঘুমহীন ক্লান্ত চোখের কাজল মেখে পৃথিবীতে সন্ধে নামে প্রতিদিন
আমারই বেদনার ভারে বৃষ্টি নামে অকালে অকালে

আমারই মনের কালো আকাশে
লোমশ বুকের ক্যানভাসে
তো.মাকে ধ্রুব তারা করে রেখেছে মহাশিল্পী
পাপড়ি হয়ে বেঁচে থাকো বুকের বাগানে
ইউরিপিদিস হয়ে দুঃখ দিয়ো না আর...



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন