তুফান কুমার পন্ডিত

তুফান কুমার পন্ডিত
 এখনো বসন্ত এলে ...

পলাশের রঙ আহত করেনি আমায়
থমকে গিয়েছি তোর মায়াবী চোখে
ইশারা ব্যক্ত হয় নি কখনো ভাষায়
দুর্বার প্রেম এখনো রয়েছে বুকে ।

মনে পড়ে?- ছিল এমনই এক বসন্ত
প্রেম এসেছিল নিশ্চুপে কানে কানে
আকাশে-বাতাসে ভালোবাসা নব মন্ত্র
বাউল পথিক ঘর-মুখো তোর টানে ।

সময় স্রোতে বসন্ত নিয়মিত
একতারাতে সুর হয়নি টানা
হৃদয়ের রঙ পলাশের চেয়েও প্রীত
রাঙাতে চাই তোকেই নীলাঞ্জনা ।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন