এখনো বসন্ত এলে ...
পলাশের রঙ আহত করেনি আমায়
থমকে গিয়েছি তোর মায়াবী চোখে
ইশারা ব্যক্ত হয় নি কখনো ভাষায়
দুর্বার প্রেম এখনো রয়েছে বুকে ।
মনে পড়ে?- ছিল এমনই এক বসন্ত
প্রেম এসেছিল নিশ্চুপে কানে কানে
আকাশে-বাতাসে ভালোবাসা নব মন্ত্র
বাউল পথিক ঘর-মুখো তোর টানে ।
সময় স্রোতে বসন্ত নিয়মিত
একতারাতে সুর হয়নি টানা
হৃদয়ের রঙ পলাশের চেয়েও প্রীত
রাঙাতে চাই তোকেই নীলাঞ্জনা ।
পলাশের রঙ আহত করেনি আমায়
থমকে গিয়েছি তোর মায়াবী চোখে
ইশারা ব্যক্ত হয় নি কখনো ভাষায়
দুর্বার প্রেম এখনো রয়েছে বুকে ।
মনে পড়ে?- ছিল এমনই এক বসন্ত
প্রেম এসেছিল নিশ্চুপে কানে কানে
আকাশে-বাতাসে ভালোবাসা নব মন্ত্র
বাউল পথিক ঘর-মুখো তোর টানে ।
সময় স্রোতে বসন্ত নিয়মিত
একতারাতে সুর হয়নি টানা
হৃদয়ের রঙ পলাশের চেয়েও প্রীত
রাঙাতে চাই তোকেই নীলাঞ্জনা ।
Tags:
কবিতা