Header Ads

Breaking News
recent

তাসমিন আফরোজ

তাসমিন আফরোজ
 জেব্রা ক্রসিং বিশেষণ 

আকাশের সব ধ্রুব তারা
আলোমুখে নামছে সমস্ত নিঃশ্বাস সাদা কাগজের বুকে
অন্ধকার রাজ্যে হৃদ্যতা বাড়ায় কালো অক্ষরে
পথরেখায়
আমি জেব্রা ক্রসিং ফিতের দৃশ্য
নক্ষত্র আসে পড়ে থাকে আমাদের কামড়ায়
আমার উপড় ভর করে থাকে মেঘবতী আকাশ,ধবল সূর্য

সে বেঁচে থাকা সময়
বুকের উপর দাগ কেটে যায়
সে ছুটে যায় সীমান্ত রক্ষীর পাহারায়
সে বলে যায় হেঁটে নাও স্যুট বুটে ,হাইহিল স্যান্ডেল ,ছেঁড়া ফিতের রাবারের
এখানে বেদনা নয়, এখানে পীচের গরম উষ্ণতা ছোঁয়া
ক্ষতও হয় রোজ ,শিরা খুলিনা না যে
তুমি দেখবে কতো মৃত্যু হৃদয় খুলে রাখে
ব্রেকের সাথে ঝলসে ওঠে আলো
আমদের সম্পর্ক ঐটুকু ধ্রুব তারার মৃদু ছায়া জোৎস্নার উৎসব

আমাদের কোন জোড়া নেই 
আমদের রঙ মাখে বসন্ত উৎসব
আমাদের আল্পনা দেয় একুশে ফেব্রুয়ারি

আমাদের আবিরে ধোয় দোল যাত্রা
আমাদের টকবগ করে মহরম তাজিয়া
আমাদের ঝুটো করে নাঙ্গা ফকির
আমদের পালিশ করে উলটোরথ

আমাদের সতেজ করে ফুলবিক্রির মেয়ে
আমাদের মেড়ে ফেলে নেশাকাতর জোকার
তবু শুয়ে থাকি তোমাদের ভালোবাসায়
মুহূর্ত খানিক বিলাসিতায়

আমাদের সাক্ষী করে দাঁড়িয়ে থাকে পাশের জোড়া জারুল গাছ
দু'চোখ ভরে প্রশান্তি মাখে বসে থাকা পাখির পালক রঙিন মুখ ...।কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.