আমার বসন্তদিন
যে ভাবেই ফিরে আসো
সঞ্জীবনী যত্নে রেখেছি
দূর মেঠো পথে যখন শুকনো পাতারা উড়ে যায়
বৃষ্টি ঝড় কিম্বা কোন তাণ্ডবের পূর্বাভাষ নয়
অপূর্ব একাকী এক ছায়ানৃত্য কল্পনায় আসে
যেন সুখের গেরুয়া দিন পিছু পিছু ডেকে নেয়
তীব্র বেঁচে থাকা।
সেই সুখ ভাগ করে নেব
যদি পাই মুকুলের মৃদু গন্ধ,
চৈত্রের নির্জন দুপুরে কাঠিকুটো খুঁজে ফেরা
পাখিদের স্বপ্নের সন্ধান।
তারপর ফিরে যাব পিছুপথে
একা একা সাক্ষী থাকা সে গাছের পার
আমার বসন্তদিন
তোমার চোখের আলো
একসাথে গিলে খাবে সব অন্ধকার।
যে ভাবেই ফিরে আসো
সঞ্জীবনী যত্নে রেখেছি
দূর মেঠো পথে যখন শুকনো পাতারা উড়ে যায়
বৃষ্টি ঝড় কিম্বা কোন তাণ্ডবের পূর্বাভাষ নয়
অপূর্ব একাকী এক ছায়ানৃত্য কল্পনায় আসে
যেন সুখের গেরুয়া দিন পিছু পিছু ডেকে নেয়
তীব্র বেঁচে থাকা।
সেই সুখ ভাগ করে নেব
যদি পাই মুকুলের মৃদু গন্ধ,
চৈত্রের নির্জন দুপুরে কাঠিকুটো খুঁজে ফেরা
পাখিদের স্বপ্নের সন্ধান।
তারপর ফিরে যাব পিছুপথে
একা একা সাক্ষী থাকা সে গাছের পার
আমার বসন্তদিন
তোমার চোখের আলো
একসাথে গিলে খাবে সব অন্ধকার।
Tags:
কবিতা