শুভময় চন্দ

শুভময় চন্দ
 বেলাশেষের খেলা 

দিনের পরে বেলা গরিয়ে এল
এবার তবে সাঙ্গ হবে মেলা,
তীরের পারে পার হয়ে এসে
শেষ হবে খেলা।

এখন কেন এলে তুমি পারে?
কেন দেখা দিলে, হাতছানি
আর কিছু নেই বাকি নতুন করে,
অপেক্ষার নেই কো টানাটানি।

এত দিনের এত দাড়িয়ে থাকা,
মনে আমার এ দারুন দহন জ্বালা
কি ফেরানোর জন্য !
শেষের বেলায় বেলা শেষের খেলা।

কেন এলে এত রাতে
আজ তো কবে সুয্যি গেছে পাটে
আমি আজ এপারে দারিয়ে আছি
তুমি কেন একা ওপারে?

চলে যাও চলে যাও হে প্রিয়
আমার সবটুকু আভিমান নিও
আমি আসব না ফিরে আর
বেলাশেষে এইটূকু মেনে নিও।


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন