সুপম রায়

সুপম রায়
 - ঋণ -  

ঐ দেশে রাত্রি, এই দেশে দিন,
অদ্ভুত সব লোক - বাড়িঘর ।
পাখিদের কাছে পালকের ঋণ,
শিল্পের কাছে ঋণী কারিগর ।

কাতিউশা ও পোষা সাবমেরিন,
শত্রুর সাথে সম টক্কর ।
মাঝিদের কাছে নৌকার ঋণ,
জাদুর কাছে ঋণী জাদুকর ।

ঐ দিকে জাপান, এই দিকে চীন,
কৃত্রিম চাল আর কাঁকর ।
কুকুরের কাছে মালিকের ঋণ,
বাজির কাছে ঋণী বাজিকর ।

মানুষ স্বাধীন, মন পরাধীন,
অদ্ভুত সৃষ্টির খেলাঘর ।
মাতালের কাছে মদিরার ঋণ,
আলোর কাছে ঋণী বাতিঘর ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.