নিয়াজ উদ্দিন সুমন



 ফাগুনের এমন রঙিন দিনে 


রঙিন  একটা  ঘুড়ি  আমার ও ছিলো
আকাশে  উড়ে  বেড়াতো বেশ ভালো ।

হাতে নাটাই  বেশ শক্ত ছিলো
সুতাও ছিলো অনেক  অনেক ভালো ।

ফাগুনের এমন রঙিন দিনে
আচমকা এক ঝড়ো  ঝড়ে…

নাটাই  থেকে সুতা গেল ছিড়ে
ঘুড়ি গেল অচিন  দেশে উড়ে
আর  ফিরলো না যে  নীড়ে ।



 একসাথে দু’জন 

ফাগুন  এসেছে  শুষ্কতা ঝেড়ে
সজীবতায়  নতুন  ভাবে  রাঙাতে
কৃষ্ণচুড়া  আর  শিমুল ফুলের রঙে রঙে ।

ফাগুনের  এমন  উতল হাওয়ায়
প্রকৃতির  নয়নাভিরাম  সাজসজ্জ্বায়
মন যে তোমায় কাছে  পেতে চাই ।

তোমার ভালোবাসার মিষ্টি সুবাসে
দীঘল  কালো চুলের খোঁপাতে
মন চাই হলদে  পলাশ ফুল গুঁজে দিতে ।

মন চাই, ফাগুনের  হিরন্ময়  আলোয়
কোমল হাত ধরে পাশাপাশি হাঁটতে
এক  সাথে সুখের ভেলায় ভাসতে ।

কবে হবে সোনালী স্বপ্ন পূরণ ?
বাসন্তী রঙে সাজবো -
একসাথে  দু’জন ।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন