সুমন কুমার সাহু

 সুমন কুমার সাহু
 বসন্ত    

বসন্ত আমার চোখের ভাঁজে
কত স্বপ্ন নিয়ে সাজে !
দিন দুপুর শুণ্য পথ , জানি ভালবাসে ।।

নীল আকাশ ছোঁয়ে লাল পলাশের ফাঁকে
ভালবাসা আঁটি সাঁটি,
কি কি নিয়ে এসেছ প্রিয়া, ছোঁয়াচে হৃদয় দেওয়া
নিঃশব্দের কান্নাকাটি !

আমি চির বিদ্রোহী, ফাগুনে আগুন জ্বলে বুকে
ধ্রুবতারা আকাশে চোখ জলে আঁকে
তুমি সন্ধ্যাতারা এ হৃদয়ের গৃহহীন সাঁঝে
চির বসন্ত নিয়ে তাই আমি সর্বহারার মাঝে ।।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন