মাতৃভাষা
যে ভাষায় গল্প ছিল; - আজো গল্প আছে বেঁচে ...
সে ভাষায় দাঁড়াই এসে আমি তোমায় ভালোবেসে ।
আমি সোচ্চারে বাঁচি তুমি একুশে সূর্য্য তারা
চাঁদের আলোয় মাখি ওগো আমার মাতৃভাষা ।
তুমি আগামী একুশের, -গল্পে ইতিহাস হয়ে যাও
তুমি বার বার ফিরে আসো, আর গল্পটা গলা ছেড়ে গাও !
পাথরেই হোক কিংবা রক্তে মাংসে
ছবিতেই হোক কিংবা কবিতায়
গল্পটা অনুভব করি মাতৃ-ক্রোড়ে
জন্মভূমি তোমারি স্পর্শে।
গল্পটা স্বপ্ন দেখায় - , উঁকি ছুঁকি ভোর বেলায় –
গল্পটা বলছি তোমায় আমার মাতৃভাষায়
গল্পটা ছন্দ বাঁধায় ফিরে আসে কবিতায়
গল্পটা তোমার ছোঁয়ায় – ইতিহাস হয়ে যায় -
...............ইতিহাস হয়ে যায় !
প্রজন্মভোরে
গভীর রাতের নিরিবিলি ঘুম উড়িয়ে ভাসে
একলা মনের আঁকিবুকি ফেসবুক ক্যানভাসে
কোনসে নেশায় ভালবাসা ছন্দ খোঁজ মনে
জলভরা মেঘ জমেছে এইত চোখের কোনে
কেমন করে রাত পোহাবে হায়রে ঘড়ির কাঁটা
পেন্ডুলামে দুলছে সময় জ্যোত্স্না রাতের খাঁচা
হট্টগোলের ম্যাচ রেফারি রয়ছে বুকের মাঝে
ধুক-পুকানি একলা রাতে কবিতার দেশে
প্রতি রাতের কবিতারা ভোরের গান গায়
চন্দ্রমুখী জীবন প্রেমী ঘোর অমবস্যায় ।
যে ভাষায় গল্প ছিল; - আজো গল্প আছে বেঁচে ...
সে ভাষায় দাঁড়াই এসে আমি তোমায় ভালোবেসে ।
আমি সোচ্চারে বাঁচি তুমি একুশে সূর্য্য তারা
চাঁদের আলোয় মাখি ওগো আমার মাতৃভাষা ।
তুমি আগামী একুশের, -গল্পে ইতিহাস হয়ে যাও
তুমি বার বার ফিরে আসো, আর গল্পটা গলা ছেড়ে গাও !
পাথরেই হোক কিংবা রক্তে মাংসে
ছবিতেই হোক কিংবা কবিতায়
গল্পটা অনুভব করি মাতৃ-ক্রোড়ে
জন্মভূমি তোমারি স্পর্শে।
গল্পটা স্বপ্ন দেখায় - , উঁকি ছুঁকি ভোর বেলায় –
গল্পটা বলছি তোমায় আমার মাতৃভাষায়
গল্পটা ছন্দ বাঁধায় ফিরে আসে কবিতায়
গল্পটা তোমার ছোঁয়ায় – ইতিহাস হয়ে যায় -
...............ইতিহাস হয়ে যায় !
প্রজন্মভোরে
গভীর রাতের নিরিবিলি ঘুম উড়িয়ে ভাসে
একলা মনের আঁকিবুকি ফেসবুক ক্যানভাসে
কোনসে নেশায় ভালবাসা ছন্দ খোঁজ মনে
জলভরা মেঘ জমেছে এইত চোখের কোনে
কেমন করে রাত পোহাবে হায়রে ঘড়ির কাঁটা
পেন্ডুলামে দুলছে সময় জ্যোত্স্না রাতের খাঁচা
হট্টগোলের ম্যাচ রেফারি রয়ছে বুকের মাঝে
ধুক-পুকানি একলা রাতে কবিতার দেশে
প্রতি রাতের কবিতারা ভোরের গান গায়
চন্দ্রমুখী জীবন প্রেমী ঘোর অমবস্যায় ।
Tags:
একক কবিতা