সুব্রত ব্যানার্জ্জী

সুব্রত ব্যানার্জ্জী
 আমি 

লঘুতার মাপকাঠিতে শব্দেরা দোলাচলে
খুঁজে পায় স্পর্শকাতরতার নেশা
আকাশের তারা গোনার ফাঁকে
অন্ধকার গাঢ় হয়ে আসে

আমি আজ নিস্তব্ধ নির্বাক
সারল্য ভুলে গেছি ঘৃণার আঘাতে
কলমে ভরেছি আজ তীব্র অ্যাসিড
পাতার পর পাতা বিষিয়ে যাই

একাকীত্বের বলিষ্ঠতার দীপ্ত পদক্ষেপ
খুঁজে আনি পরশপাথর
মনের কোনে ফ্রেম করে রাখি
শেষ আঘাতের বসন্ত ছাপ

খুব ইচ্ছে করে একটিবার
আকাশের বুকে রামধনু রঙে
নিজের সমস্ত সত্ত্বা নিংড়িয়ে
সূর্যের জলছবি আঁকি

বসন্তের প্রেমে শতেক জ্বালা
হৃদয় হয়েছে ক্ষত বিক্ষত
নিকোটিন বিষ সাথী করে
প্রাণের আরাম আজ অস্তাচলে




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন