''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা
হুগলী জেলার উত্তরপাড়া সাহিত্য , সংস্কৃতি্ , সঙ্গীতের এক চর্চাকেন্দ্র । প্রতিমাসে অনুষ্ঠিত হয় ''অপরুপা পত্রিকার '' সাহিত্যসভা । সেখানে নিয়মিত অনেক কবিরা আসেন , কবিতা পাঠ হয় । প্রতি বছরে দুটো করে পত্রিকা প্রকাশ করে থাকে।
৫ই মার্চ গঙ্গার ধারে হিন্দমোটরে অনুষ্ঠিত হল সাহিত্যসভা। উপস্থিত ছিলেন কলকাতা, হুগলী জেলার অনেক কবি । মনোরম এক পরিবেশে সকাল থেকে শুরু করে বিকেল অবধি কবিতা, গল্প, সঙ্গীতে জমজমাট সাহিত্যসভা। অপরুপা' উঁৎসা'র পক্ষ থেকে সম্পাদক শ্রী প্রতাপাদিত্য দেব মহাশয়কে কবিগুরুর ছবি সমন্বিত স্মারক ও মানপত্র তুলে দেওয়া হল । প্রবীণ এবং এই প্রজন্মের কবি সান্নিধ্যে শেষ হয় সাহিত্য বিষয়ক বিভিন্ন গুরুত্ম পূর্ণ আলোচনায় অপরুপা পত্রিকার সাহিত্য সভা।

কোয়েলী ঘোষ
কলকাতা
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন