"আত্মজ" পত্রিকার সম্পাদক অরুন্ধতী সেনগুপ্তর চন্দননগরের বাড়িতে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল এক সাহিত্য বাসর। সাড়ে চারটেয় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই প্রয়াত কবি আলোক সরকারের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কবির কবিতা নিয়ে আলোচনা করেন কবি সনৎ দে।
"আত্মজ" পত্রিকার "আলোক সরকার সংখ্যা"-র প্রকাশ করেন কবি সনৎ দে, অরুন্ধতী সেনগুপ্ত এবং প্রবীর রায়চৌধুরী। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান সম্মোহন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিশ্বনাথ ঘোষ, সনৎ দে, অরুন্ধতী সেনগুপ্ত, প্রবীর রায়চৌধুরী, সুস্মিতা নন্দী, হরিৎ বন্দ্যোপাধ্যায়, অমর ঘোষ, চন্দ্রশেখর ঘোষ, তারাপ্রসাদ সাঁতরা, আলো পাল, শ্যামাপ্রসাদ রায়, মায়া মাহাতো, অর্ক সেনগুপ্ত, অদৃজা সাঁতরা প্রমুখ।
অনুষ্ঠানে পঠিত কবিতার আলোচনা করেন কবি মানস সরকার। হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর কন্ঠে "আজি এই গন্ধবিধুর সমীরণে" রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদন -
হরিৎ বন্দ্যোপাধ্যায়
Tags:
সাহিত্য সংস্কৃতি বার্তা