শ্রীকনা সরকার

শ্রীকনা সরকার
 আমাদের বসন্ত 

আমার বসন্ত আবীর মাখে গালে
তোমার বসন্ত খুচরো প্রেমে মসগুল,
আমার বসন্ত ফিরে আসে ফাল্গুনে
যে বসন্তে ছুঁয়েছিলে আঙুল।।

আমার বসন্ত চির অভিমানী
তোমার বসন্ত নিছক ছেলেমানুষ,
আমি বসন্তে বৃষ্টি খুঁজে আনি
তোমার বসন্ত চির রংচটা ফানুস।।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন