স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
 রক্তফুল 

ফাগুনের শুরুতে বেশ উষ্ণ হয়ে
উঠেছিল তোমার ব্যক্তিগত ঋতু
ফলন-আধিক্যে তখন শিমূলের
টুপটাপ পতন সারাবেলা,কিন্তু---

পলাশের বাড়ির ঠিকানায় তখনও
লাল ডাকপিওন দেয়নি মনোযোগ,
রক্তাভ চিঠির মহিমা বুঝেছিল
দুই ফুলের মাঝে জমে থাকা বিয়োগ।

বিয়োগ সহ তুমি গত ফাগুন তুলে
উষ্ণ উড়ে গেছো এড়িয়ে শিমূল-ও;
সে জানে না উড়ান,তাই পতিত ফুলে
পলাশপেক্ষায় চৈত্রমাস-ও

বিস্কুটের মতো ছোট ছোট কামড়ে
চিবিয়ে চিবিয়েই ক্যালেন্ডার ফাঁকা---
ক্রমশ দিন খেয়ে এগিয়ে যেতে যেতে
থমকে একদিন দ্যাখে পলাশ শাখা

ন্যুব্জ,ফিকে লাল--!তোমার উড্ডীন
রঙ লুঠ করেছে মাঝ রাস্তা থেকে,
পলাশ-পিওনকে ভয় দেখিয়ে চিঠি
কেড়ে নিয়ে আবার উড়িয়েছে নিজেকে।

তোমার সুতীব্র পদ-প্রক্ষালনে
মাটি ফেটে গর্ত তৈরি হয়েছিল,
আমাকে বুনে জল দিয়েছিল শিমূল
তার পাড়ে এবার তোমার দু'পা দিল

আজ সকালে কেন পা হঠাত,কে জানে !
তোমার ঋতু জুড়ে বাতাস-অঙ্গুলি
কুঁড়োবে বলে ঝুঁকে স্হির,আমি-তলায়
রক্ত-তঞ্চিত ফুল,আমার কলি...



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন