পথ
কবিরা এ পথে হাটেনি আগে
বাঁকা চাঁদের আলো
এই পথে তাদের নামিয়েছে।
দুঃস্বপ্নের যন্ত্রনা আর
সস্তা বেকারত্বের পরিচিত হাসি
শূন্যতার এই গলিতেও ভাংচি দেয়।
উত্তেজিত হাতে ঘোরে বারুদ
বিকৃত মুখে ওঠে ফ্যানা
এমনি কাঁদা মাখা ভবিষ্যৎ
এমনি বেসুরো পথে গায় কবিরা
শহর আর সময়ের মাঝামাঝি
রাত্রি আর অন্ধকারের বুকে এভাবেই
পায়ের চিহ্ন এখনো দাগ কাটে।
Tags:
কবিতা