শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
 রোমান্স 

বদলে যাবার পর ছিটেফোঁটা বাকি
ভিন্টেজ মেদ মাংস মজ্জা যোনিরস
লোভাতুর পায়নি খুঁজে আগুনে ওজরে
এই নিয়ে ফেরি করা টোপ বরাবর
চেনা কেউ সন্তাপে দাউদাউ হলে
এইটুকু মলম প্রাচীন এগিয়ে দেবার
উসখুশ ডাক আসে নতুন রিদমে
দোটানায় এক এক ছিন্ন মন স্বর
সেই গলি ওই পাড়া আকুতি শৈশব
গোঁজামিলে ভেবে যাওয়া রোমান্স পুরাণ
ছুঁয়ে আছি তার বেশি পারিনা গলাতে
আমিতো গলেই আছি এঁটো আইসক্রিমে




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন