মেঘ বসন্ত
ঘন আদরে মোড়া বসন্ত আসে
পলাশ পাঁপড়ির পরাগে।
গায়ে জমে থাকা শিশির বিন্দু
ঝমঝমিয়ে বৃষ্টি!
শূন্য ডালের শেষপ্রান্তে
শিমূলের ঝরে পড়ার শব্দে
উন্মত্ত প্রেম...
শিহরিত কৃষ্ণচূড়ার আবেগ স্পর্শ
ফাগুন হাওয়ায় মাতোয়ারা
রঙের নেশায় মেঘ
ছুটে আসে বার বার
আজি মেঘ বসন্ত দিনে।।