সঞ্চিতা দাস
"রং"
অপেক্ষার মুহূর্ত একমনে দাগ কাটে অবাক আঙুলে।
বেসামাল আমি,
দাঁড়ের ক্লান্তিতেও জ্বলে আনন্দের ঝলক।
দিশেহারা তুমি ,
সব অচেনা ডিগ্রি আর উঁচু পাঁচিল ।
তবু এক টুকরো স্পষ্টতা,
একটা আকাশ
মাঝনদীতেও ডিসিপ্লিনটা রাখার পলক ফেলতে জানে।
ষোড়শী রং গালে নিরুত্তর,
কেননা যেন ঠিক সময়ে সম্মানে বাঁচে,
থমথমে অঘটনের গন্ধেও।
অপেক্ষার মুহূর্ত একমনে দাগ কাটে অবাক আঙুলে।
বেসামাল আমি,
দাঁড়ের ক্লান্তিতেও জ্বলে আনন্দের ঝলক।
দিশেহারা তুমি ,
সব অচেনা ডিগ্রি আর উঁচু পাঁচিল ।
তবু এক টুকরো স্পষ্টতা,
একটা আকাশ
মাঝনদীতেও ডিসিপ্লিনটা রাখার পলক ফেলতে জানে।
ষোড়শী রং গালে নিরুত্তর,
কেননা যেন ঠিক সময়ে সম্মানে বাঁচে,
থমথমে অঘটনের গন্ধেও।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন