শৈলেন চৌনী

শৈলেন চৌনী
 আগত ফাগুন বাসনা আগুন 

মাঝে মাঝে তো তবুও দেখা হয় কতদিন না দেখা কত-কত মুখ
এ ফাগুনের পর আরও ফাগুন এসে জ্বেলে যাবে বাসনার আগুন
হবে না দেখা তবুও প্রিয় কোনো মুখ
নির্জনের গর্জন কে শোনে বলো...
কে শোনে ডাক উত্তাল সমুদ্রমন্থনের...
জানি- যে জলে আজও আমার দুঃখজল মেশে
সে জলে এসে তুমি স্নান করে যাবে কত সহজে!
আর তোমার পদচ্ছাপ খুঁজে খুজেঁ চলে যাবো তোমার বসতির কাছাকাছি
কোনওদিন সেখানে গিয়ে যদি দেখি তুমি নেই
পৃথিবীর পথগুলো দেখা হয়ে যাবে আমার
যতদূর যাবে, নিয়েই তো যেতে হবে স্মৃতির অসুখ, অমারাত্রিদের পিপাসা
তবুও দেখবে- করতলে জমা হবে শূন্যতার নামে বাড়ন্ত অন্ধকার
যতবার মনে হবে ততবার...





একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন