![]() |
প্রতি বসন্তেই পলাশ শিমূল ফুটবে
প্রতি বসন্তেই তুমি আমার
এই বসন্তে শান্তিনিকেতন যাব
পরের বসন্তে পুরুলিয়া
আজ আকাদেমি কাল ময়দান
হলো তো সব এতো দিন
এবার নয় আমার সাথে লালমাটির দেশে গেলে।
জানি দূর, মা ছাড়বে না তোমায়
চলো না এবার, মাকে রাজী করিয়ে
একদম, পরের বারে তোমার পছন্দ।
ফাগুন লেগেছে
মনে বসন্ত প্রেম
পলাশের রঙ টা লাল, শিমুল টা নয় তুমি বললে..
হেঁটে যাবে তুমি ভোরের নেহর পলাশ মাডিয়ে
আর বাতাসে কোকিলের গান ভাসবে।
Tags:
কবিতা