কালিকাপ্রসাদ
এমনি ভাবেই কি চলে যেতে হয়?
এই মধুমাসে, এই রক্তক্ষরা বসন্তের দিনে?
এ যাওয়া কি শিল্পীর মত হল?
গানে গানে পলাশ ফোটালে না, সুরে সুরে
শিমুল আগুন নিয়ে ঝরে গেল না,
ঝরে গেল প্রাণ, নিভে গেল গান—
আঘাতে আঘাতে তুমি নীলবর্ণ শব হয়ে
শুয়ে আছো হাসপাতাল চত্বরে…
তুমি শুধু গান নও, তুমি গানের অন্বেষক,
তুমি প্রাণ থেকে প্রাণে জ্বেলে গেছ দীপ
সে দীপ জ্বলছে দেখ বাংলার ঘরে ঘরে—
মহুয়ায় মাতাল আজ শিউড়ি থেকে আসাম…
তবু তুমি নীরব হে শিল্পী, স্তব্ধ এক প্রাণ...
চলন্ত পথের মাঝে কি ভীষণ বিপদ যে
ওত পেতে ছিল? ছিল কোন গুপ্ত ঘাতক
তোমাকে দুমড়ে দিল, মুচড়ে দিল—গানমঞ্চ
কেড়ে নিয়ে দোহারের সংসর্গ ছাড়াল…
কি ভীষণ মন খারাপ, কি ভীষণ শূন্যতায়
ঝুলে আছে দেখ তোমার সাধের সা-রে-গা-মা-পা…
অলীক অনন্ত ধরে তুমি শুধু চলে গেলে কালিকাপ্রসাদ !
Tags:
বিশেষ পাতা