ঈশ্বর ও চশমা
১।
ঈশ্বরীয় কাঠ খুঁজতে গেলে
যতটুকু খড় পোড়াতে হয় : চশমায়
যৌন-গবেষনা প্রয়োজন।
কালো মেয়েটির পেটে এসেছে - রাতের স্তর।
এবারে : পদ্মমুখী দাঁড়িপাল্লার পালা।
২।
আমরা যারা রাতের বাওয়ালনামায় ভুগি
শরীরে লুকনো কাটাতার আছে।
ফেরীঘাট - সাইরেন - গরুর গাড়ি ও জল!
হয়তো দেখা যাবে এগুলো সবই চু-কিতকিত।
কোয়ান্টাম মতে : এখানেও বুনো-কলঙ্ক।
৩।
প্রায় ৪০টা রাতের পর : লাজুক স্লিপিং পিল।
সিলিঙে ঝোলে হিসেব - খেড়োর খাতা মসৃন
কামনায় ঢাক গুড়গুড়।চাঁদমালায় ভুষো শৈশব
অদ্ভুত লালা ঝরায়।পিনড্রপ সাইলেন্সারে.....
মালা-ডি : এক আনোখী গর্ভনিরোধক গোলিয়া।
৪।
শূন্য অবস্থানের ভারবাহিতায় : বিশ্রাম।
ম্যাজিক বলছে - সাবধান ঘোলা মাটি।
কিশোরী ত্বক : নীল-কালো বুটিকের আয়তন।
বাড়ছে না গাঢ় রস - কাঙাল মেলানকলিয়া
বরং ঘাই ছেড়ে : তেলাপিয়ার ঢেকুর উঠছে।
৫।
নাকে নথ - গলায় মহুল মাখার আগে
পড়ে থাকা বাতিল বরফের শামুক।প্রশ্ন....
নারী চোখে : টিয়াঠোঁটের চাঁদ আনমনে
সীমাবদ্ধ মাস্টারবেশন্ কেন?প্রয়োজনবোধ।
অপ্রকৃতস্থ নগর-বাউল পোড়ায় পিতল সীমানা।
৬।
যে ঈশ্বরকে ঘন হতে দেখি।
উথলানো চর্বি ও প্রোটিনে গাঢ় দানব।
কেউকেউ দানবেরও ঝুঁকি-প্রেম তোলে।
উজানি কাশছায়ায় খোয়াবনামার খোয়াইশ্
১নিঃসঙ্কোচ।মুহূর্তে জড়িয়ে ধরে ডালপালা...
তীখন্ বাঘনখ : আদমখোর।ভুলভুলাইয়া।ষড়যন্ত্র।
৭।
প্রারম্ভিক শাঁখ বাজানোর আগে
মৃত উৎসবের পুনরুত্থান।চশমায় ঈশ্বর
যে কোনো রঙিন : দুধ-সাদা মাঝের আতপে।
মেয়েটির নাভিতে শুয়েছে ইতর গোলাপ।
দড়িতে ঝোলানো চামড়ার ভাজ
নিখোজ হতেহতে ০-তর।
কাঠের চশমায় ঈশ্বরীয় গোলাপ ফুটেছে।
১।
ঈশ্বরীয় কাঠ খুঁজতে গেলে
যতটুকু খড় পোড়াতে হয় : চশমায়
যৌন-গবেষনা প্রয়োজন।
কালো মেয়েটির পেটে এসেছে - রাতের স্তর।
এবারে : পদ্মমুখী দাঁড়িপাল্লার পালা।
২।
আমরা যারা রাতের বাওয়ালনামায় ভুগি
শরীরে লুকনো কাটাতার আছে।
ফেরীঘাট - সাইরেন - গরুর গাড়ি ও জল!
হয়তো দেখা যাবে এগুলো সবই চু-কিতকিত।
কোয়ান্টাম মতে : এখানেও বুনো-কলঙ্ক।
৩।
প্রায় ৪০টা রাতের পর : লাজুক স্লিপিং পিল।
সিলিঙে ঝোলে হিসেব - খেড়োর খাতা মসৃন
কামনায় ঢাক গুড়গুড়।চাঁদমালায় ভুষো শৈশব
অদ্ভুত লালা ঝরায়।পিনড্রপ সাইলেন্সারে.....
মালা-ডি : এক আনোখী গর্ভনিরোধক গোলিয়া।
৪।
শূন্য অবস্থানের ভারবাহিতায় : বিশ্রাম।
ম্যাজিক বলছে - সাবধান ঘোলা মাটি।
কিশোরী ত্বক : নীল-কালো বুটিকের আয়তন।
বাড়ছে না গাঢ় রস - কাঙাল মেলানকলিয়া
বরং ঘাই ছেড়ে : তেলাপিয়ার ঢেকুর উঠছে।
৫।
নাকে নথ - গলায় মহুল মাখার আগে
পড়ে থাকা বাতিল বরফের শামুক।প্রশ্ন....
নারী চোখে : টিয়াঠোঁটের চাঁদ আনমনে
সীমাবদ্ধ মাস্টারবেশন্ কেন?প্রয়োজনবোধ।
অপ্রকৃতস্থ নগর-বাউল পোড়ায় পিতল সীমানা।
৬।
যে ঈশ্বরকে ঘন হতে দেখি।
উথলানো চর্বি ও প্রোটিনে গাঢ় দানব।
কেউকেউ দানবেরও ঝুঁকি-প্রেম তোলে।
উজানি কাশছায়ায় খোয়াবনামার খোয়াইশ্
১নিঃসঙ্কোচ।মুহূর্তে জড়িয়ে ধরে ডালপালা...
তীখন্ বাঘনখ : আদমখোর।ভুলভুলাইয়া।ষড়যন্ত্র।
৭।
প্রারম্ভিক শাঁখ বাজানোর আগে
মৃত উৎসবের পুনরুত্থান।চশমায় ঈশ্বর
যে কোনো রঙিন : দুধ-সাদা মাঝের আতপে।
মেয়েটির নাভিতে শুয়েছে ইতর গোলাপ।
দড়িতে ঝোলানো চামড়ার ভাজ
নিখোজ হতেহতে ০-তর।
কাঠের চশমায় ঈশ্বরীয় গোলাপ ফুটেছে।
Tags:
একক কবিতা