শুষ্ক বসন্ত
মরুসীমাতেও বসন্ত নামে,
দেবতা সাজে
বিক্ষিপ্ত
হৃৎস্পন্দ মেখে,
উটের মাংসল ঠোঁটের
রসদ শুষে
প্রসব করেছে
এক শুষ্ক কৃষ্ণচূড়া----
তার শিরায়
যে বিন্দু বিন্দু ঘাম
পুঞ্জীভূত হয়েছে,
তা উবে গেছে
দেবতা গৃহে ...
সেখানে বসন্ত
নামে
রোজ
দেবদাসী শরীরে !!
প্রিয়াঞ্জলি দেবনাথ
Reviewed by
sobdermichil
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন