হোমকবিতা প্রিয়াঞ্জলি দেবনাথ বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০১৭ 2 min read 0 শুষ্ক বসন্ত মরুসীমাতেও বসন্ত নামে, দেবতা সাজে বিক্ষিপ্ত হৃৎস্পন্দ মেখে, উটের মাংসল ঠোঁটের রসদ শুষে প্রসব করেছে এক শুষ্ক কৃষ্ণচূড়া---- তার শিরায় যে বিন্দু বিন্দু ঘাম পুঞ্জীভূত হয়েছে, তা উবে গেছে দেবতা গৃহে ... সেখানে বসন্ত নামে রোজ দেবদাসী শরীরে !! Tags: কবিতা 4.94 / 169 rates Facebook Tweet অনুলিপিLink Copied শেয়ার করুন