প্রিয়াঞ্জলি দেবনাথ

প্রিয়াঞ্জলি দেবনাথ
 শুষ্ক বসন্ত 

মরুসীমাতেও বসন্ত নামে,
দেবতা সাজে
বিক্ষিপ্ত
হৃৎস্পন্দ মেখে,

উটের মাংসল ঠোঁটের
রসদ শুষে
প্রসব করেছে
এক শুষ্ক কৃষ্ণচূড়া----

তার শিরায়
যে বিন্দু বিন্দু ঘাম
পুঞ্জীভূত হয়েছে,
তা উবে গেছে
দেবতা গৃহে ...

সেখানে বসন্ত
নামে
রোজ
দেবদাসী শরীরে !!




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন