ঘুমের দেশে অনুভূতি শব্দ থাকে জেগে,
অনুরাগের অনুরণন ঠোঁটেতে আছে লেগে..
প্রতিশ্রুতির ভালোবাসা
এখন খেলছে কাটাকুটি,
আমার জীবন তোমায় নিয়েই,
কবিতা,চেয়ো না তুমি ছুটি..
সংঘর্ষ দানা বাঁধে
রক্ত চাইছে মাদক,
জীবন তবু দোসর খোঁজে
আর মুক্তি খোঁজে সাধক..
আলগা একটা সম্পর্ক আজ
চাইছে দুটো খুঁটি,
আমার চলা তোমার পথেই,
কবিতা, দেবো না তোমায় ছুটি..
কুণ্ঠা ভরা আবেদনে
সাড়া দিয়ে যায় চোখ,
ধর্মগ্রন্থ দীর্ঘশ্বাসে
করে যায় শুধু শোক..
একলা দুপুরে ধাঁধা ইতিহাস
চেপে ধরে রাখে টুঁটি,
আমার ঘামের বিন্দু তুমি,
কবিতা, তোমায় দেবো কি করে ছুটি..??