প্রদীপ কুমার ঘোষ

প্রদীপ কুমার ঘোষ
 অসাড় উত্তেজনা  

বাসন্তী বিকেলেও আমার ঘাম হয় -
রীতিমত সপসপে স্বেদ এবং
ভয়াবহ দূর্গন্ধ; সিমেন্টের দেওয়াল
গড়ে দেয়; ভয়াবহ দূরত্ব
ইন-বিটুইন তুমি এবং আমি।
ব্যারিয়ার শক্ত - অভঙ্গুর -
সোনিক বায়ূ যেতে পারে
বাধাহীন ভাবে; কথা হয়
অভ্যস্ত ঋতুস্রাবের মত -
তারপর কিছুটা দুরত্ব রেখে
দুই মেরুদেশে হাঁটা।
আমারও সাধ হয় -
তোমার বিকাশশীল দেশে
ঝান্ডা গাড়তে; পারিনা -
সেটা শুধু অক্ষমতা নয় -
আর্থিক বা ভৌগলিক।
গায়ের জোরে আমিও হতে পারি
লজ্জাবতী লতার ধর্ষক,
কিন্তু সে উত্তেজনায় গাছ কি
সাড়া দেবে?



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন