পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ
কিছু বলার ছিল
বন্ধ দরজা
সচেতন দৃষ্টি এড়িয়ে একটি ছিদ্র
কুচি কুচি সংলাপ আলোর বাহানায়
প্রতিটি অবাধ্য দিন মুছে ফেলে
পাতার রোদ আর রোদ্দুরের তফাত্
অনুভবের সন্ধ্যায় এই সমর্থন
আসলে অহংকারের অলঙ্করণ
কিছু শব্দ পরিচর্যা পেলে
কথারা দ্বিরাগমনে ফিরবে
কনকাঞ্জলিতে দিয়ে যাবে
এক আঁজলা মাসুল
শুনেছি ইতিহাস পরিশ্রুত হলে
জঞ্জাল বিস্তৃত হয়
শিকড়ে জমানো দিন
ঘুমের আদর ভুলে যায়
দেখো বাইরে বৃষ্টির পরব
অথচ তোমরা ঘরে দিব্বি রোদের আনাগোনা
কথা খেলাপের এ শহরে
আমাদেরও হয়তো কিছু বলার ছিল
বন্ধ দরজা
সচেতন দৃষ্টি এড়িয়ে একটি ছিদ্র
কুচি কুচি সংলাপ আলোর বাহানায়
প্রতিটি অবাধ্য দিন মুছে ফেলে
পাতার রোদ আর রোদ্দুরের তফাত্
অনুভবের সন্ধ্যায় এই সমর্থন
আসলে অহংকারের অলঙ্করণ
কিছু শব্দ পরিচর্যা পেলে
কথারা দ্বিরাগমনে ফিরবে
কনকাঞ্জলিতে দিয়ে যাবে
এক আঁজলা মাসুল
শুনেছি ইতিহাস পরিশ্রুত হলে
জঞ্জাল বিস্তৃত হয়
শিকড়ে জমানো দিন
ঘুমের আদর ভুলে যায়
দেখো বাইরে বৃষ্টির পরব
অথচ তোমরা ঘরে দিব্বি রোদের আনাগোনা
কথা খেলাপের এ শহরে
আমাদেরও হয়তো কিছু বলার ছিল
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন