নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন
 বসন্ত জোছনা রাতের  

ফাল্গুন ফুল ফোটাচ্ছে শাল শিমুলের বনে
ভালবাসা আগুন মেখে পলাশ হয়ে ওঠে
প্রকৃতি সৌজন্যের বিছানা বিছিয়ে
জোছনার আলিঙ্গনে আকাঙ্খার সৈকতে--

ইচ্ছের ঢেউগুলো স্মৃতির দ্রবণে মিশে প্রতিশ্রুতি দিচ্ছে ...

লালপাহাড়ির হলুদ ধুলো মেখে মৌনতা
মেঘের ভেলায় ভাসে বসন্ত
গোধুলি বাউল একতারা হাতে
মাতে উৎসবে ছাতিম তলা ।
বসন্ত জোছনা রাতের নীরবতা শোনে
আড়ি পেতে আর খোঁজে সান্ত্বনার যুক্তিগুলো

মহুল গন্ধ ঢেউ তুলে ভেজাই রাত্রির বাতাস ।।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন