অপার
যতটুকু ভালোবাসো আমায়
ততটুকু নিয়ে আমি খুশি
বাকি অপূর্ণতায়
শব্দেরা পেখম মেলে
বৃষ্টি কে ডাক দেয়
তুমি আলগোছে যতটুকু দাও
তার তরঙ্গটুকু ছুঁয়ে যায়
মেঘেদের ঘাট...
যেখানে কান্নার পাঁচমিশালি গল্প
আর জলের মধ্যে
ডুবসাঁতার চিনে নেয়
কোথায় থামতে হবে
চিনে নেয় , তোমাকে পেরিয়ে গিয়ে
কোনো ঘাট নেই।।
উল্টো পিঠে
জানি তুমি ভীষণ ব্যস্ত
প্রবল আলো, ঝলমলে রাত
আমার কোনো কাজ নেই আজ
বিছিয়ে স্মৃতি , ছড়িয়ে দুহাত
দিব্য আছি নির্জনেতে
নিরালা ছাদ, কাগজ ছড়াক
টুকরো করা খাতার পাতা
মিথ্যে আঙুল ,সত্যি জড়াক
গালের ওপর বুলিয়ে যাওয়া
ক্লান্ত বিকেল ,চিকচিকে চোখ
তোমার রাত্রি আলোয় ভরুক
আলোর ওপিঠ আমার ই হোক
নিয়ম বাঁধা
কথা বলার এক নিবিড় নেশা জাগানো রাত ঘন হলে অন্ধকারের ছায়ারা লোভী হাত বাড়ায়।
দু একটা কুসুমকলি মাঝরাতে ঠোঁট খুলে শিশির ফোঁটার অপেক্ষা করে শরীরে রঙ ছড়িয়ে হেসে উঠবে বলে।
ঠিক সেই সময় পুরোনো মিনারে ঘন্টা বাজে ঢং ঢং...
নিয়মে র কাঁটা বেয়ে সাদামাটা রাত নেমে আসে।
ঘড়ির নীচে দাঁড়িয়ে কেউ কোনদিন সূর্য দীঘল ছায়া দেখেনি...দেখতে পায়না...
যতটুকু ভালোবাসো আমায়
ততটুকু নিয়ে আমি খুশি
বাকি অপূর্ণতায়
শব্দেরা পেখম মেলে
বৃষ্টি কে ডাক দেয়
তুমি আলগোছে যতটুকু দাও
তার তরঙ্গটুকু ছুঁয়ে যায়
মেঘেদের ঘাট...
যেখানে কান্নার পাঁচমিশালি গল্প
আর জলের মধ্যে
ডুবসাঁতার চিনে নেয়
কোথায় থামতে হবে
চিনে নেয় , তোমাকে পেরিয়ে গিয়ে
কোনো ঘাট নেই।।
উল্টো পিঠে
জানি তুমি ভীষণ ব্যস্ত
প্রবল আলো, ঝলমলে রাত
আমার কোনো কাজ নেই আজ
বিছিয়ে স্মৃতি , ছড়িয়ে দুহাত
দিব্য আছি নির্জনেতে
নিরালা ছাদ, কাগজ ছড়াক
টুকরো করা খাতার পাতা
মিথ্যে আঙুল ,সত্যি জড়াক
গালের ওপর বুলিয়ে যাওয়া
ক্লান্ত বিকেল ,চিকচিকে চোখ
তোমার রাত্রি আলোয় ভরুক
আলোর ওপিঠ আমার ই হোক
নিয়ম বাঁধা
কথা বলার এক নিবিড় নেশা জাগানো রাত ঘন হলে অন্ধকারের ছায়ারা লোভী হাত বাড়ায়।
দু একটা কুসুমকলি মাঝরাতে ঠোঁট খুলে শিশির ফোঁটার অপেক্ষা করে শরীরে রঙ ছড়িয়ে হেসে উঠবে বলে।
ঠিক সেই সময় পুরোনো মিনারে ঘন্টা বাজে ঢং ঢং...
নিয়মে র কাঁটা বেয়ে সাদামাটা রাত নেমে আসে।
ঘড়ির নীচে দাঁড়িয়ে কেউ কোনদিন সূর্য দীঘল ছায়া দেখেনি...দেখতে পায়না...
Tags:
একক কবিতা