মমিনুল হক



 হকার 

হকার আমি হকার
মাথা ভর্তি শব্দ নিয়ে
অলি গলি যাই গলিয়ে
ভয় করিনা নেই পরোয়া
লোকের বকাঝকার
হকার আমি হকার।

শব্দ আমার পূঁজি রুজি
শব্দ কেনার মানুষ খুঁজি
অতি অল্প ক্রেতা তবে
ভয় করিনা ঠকার
হকার আমি হকার।

সভ্য সুশীল  ক্রেতা আমার
শব্দ নিয়ে বানায় খামার
সেই খামারে ঘুরি ফিরি
নেই বাঁধা বা লকার
হকার আমি হকার।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন