তোর রাত জাগা দৈন্যতায়
১।
খুলে রাখ তোর চোখের কালো
সরিয়ে রাখ নিঃশ্বাসের ঝড়
আঙ্গুলের স্খলন থামিয়ে রেখে
দুদন্ড জিরিয়ে নে এবার।
হিমশীত সম্পর্কগুলো বিছানো থাক
নিভাঁজ সাদা চাদরের ওপর।
অভ্যাসের ঘরে বসন্ত নামুক সারাদিন।
২।
শুকতারার আলো রইল তোর জন্য
একাকীত্বের আঁধার মুছে দিতে;
যত্ন আর পরিপাটি সাজিয়ে রেখেছি
আমার অন্তরমহলের প্রাত্যহিকতায়।
তোর রাত জাগা দৈন্যতায় শীতল ছায়া
গুছিয়ে রাখলাম
আমার ভাঙ্গা ঐশ্বর্যের চোরাবালিতে।
সময়মতো চেয়ে নিস কোনদিন।
১।
খুলে রাখ তোর চোখের কালো
সরিয়ে রাখ নিঃশ্বাসের ঝড়
আঙ্গুলের স্খলন থামিয়ে রেখে
দুদন্ড জিরিয়ে নে এবার।
হিমশীত সম্পর্কগুলো বিছানো থাক
নিভাঁজ সাদা চাদরের ওপর।
অভ্যাসের ঘরে বসন্ত নামুক সারাদিন।
২।
শুকতারার আলো রইল তোর জন্য
একাকীত্বের আঁধার মুছে দিতে;
যত্ন আর পরিপাটি সাজিয়ে রেখেছি
আমার অন্তরমহলের প্রাত্যহিকতায়।
তোর রাত জাগা দৈন্যতায় শীতল ছায়া
গুছিয়ে রাখলাম
আমার ভাঙ্গা ঐশ্বর্যের চোরাবালিতে।
সময়মতো চেয়ে নিস কোনদিন।
Tags:
একক কবিতা