শব্দ-সহ-বাস
সহজ ক’রে বলা কথা, শব্দসহ বাস, বহুদিনের পর
দেয় ফেরার আশ্বাস । প্রতিদিনের ছবি, দিস্তার পর দিস্তা
কথার প’রে তরল কথা, বর্ষাবেলার ভরভরন্ত তিস্তা –
নদির মতো বেগে, দুকূল ছাপিয়ে আমায় বলেছিল, সর ।
জলবিছানা পেতে রেখেই, আঁকড়ে ধ’রে আমার শব্দঘর
তোমার দেওয়া কল্পভাষা, নকশিকাঁথা, ছেড়েই এলাম তা -
গুমোট শব্দশোক তোমার, শতাব্দি প্রাচীন হোক । কথকতা
সরল রেখায় এবার । মনদুয়ারে বাজুক কোমল স্বর ।
আমার শব্দসহ বাস, তোমার সাথে স্বপ্ন সাঁকো, ভেঙে পরা
কথার উপবাস । কুড়িয়ে নেয়া ধুলোর কুঁড়ি, জ্যোৎস্না-ঘরে
ফেরার ডাক । বল্গাহীন বুনো বাতাস । আঁধার দিনের পরে,
শহর মেয়ের বুকের থেকে, হাস্নুহানার গন্ধটুকু ধরা ।
যৌথখেলার অভিকর্ষ, উষ্ণসময় যান, শব্দ সহবাস
আমার, একলা আকাশ বিজন ঘরের, আমিই কৃত্তিবাস ।।
সহজ ক’রে বলা কথা, শব্দসহ বাস, বহুদিনের পর
দেয় ফেরার আশ্বাস । প্রতিদিনের ছবি, দিস্তার পর দিস্তা
কথার প’রে তরল কথা, বর্ষাবেলার ভরভরন্ত তিস্তা –
নদির মতো বেগে, দুকূল ছাপিয়ে আমায় বলেছিল, সর ।
জলবিছানা পেতে রেখেই, আঁকড়ে ধ’রে আমার শব্দঘর
তোমার দেওয়া কল্পভাষা, নকশিকাঁথা, ছেড়েই এলাম তা -
গুমোট শব্দশোক তোমার, শতাব্দি প্রাচীন হোক । কথকতা
সরল রেখায় এবার । মনদুয়ারে বাজুক কোমল স্বর ।
আমার শব্দসহ বাস, তোমার সাথে স্বপ্ন সাঁকো, ভেঙে পরা
কথার উপবাস । কুড়িয়ে নেয়া ধুলোর কুঁড়ি, জ্যোৎস্না-ঘরে
ফেরার ডাক । বল্গাহীন বুনো বাতাস । আঁধার দিনের পরে,
শহর মেয়ের বুকের থেকে, হাস্নুহানার গন্ধটুকু ধরা ।
যৌথখেলার অভিকর্ষ, উষ্ণসময় যান, শব্দ সহবাস
আমার, একলা আকাশ বিজন ঘরের, আমিই কৃত্তিবাস ।।
Tags:
কবিতা