খোদেজা মাহবুব আরা

খোদেজা মাহবুব আরা
 দিনযাপন 

জীবন  দেখি  সোনালি ধূসর
বিস্তৃত প্রকৃতিতে ঘরে বাইরে
যন্ত্রনার পাল উড়িয়ে ভেসে যাই
অচেনা প্রান্তরে
অন্তরে অশ্রু সিক্ত অনন্ত হাহাকার
মুল্যহীন ব্যর্থ দিন রাত
দিন চলে যায় চলে যায়
আপন গৃহে ফেরেনা হৃদয়
কোথায় বাধা পড়ে আছে কে জানে
শান্ত সমাহিত দিন কোথায়
তপ্ত দগ্ধ এ সংসারে
অস্থির দিনযাপন
বিফল ইচ্ছের পাখিরা
শুধু ডানা ঝাপটায়।





একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন