কাকলি দাস

কাকলি দাস
 বসন্ত এসে গেছে 

বারান্দার নদী আজ আনমনা,শান্ত বড়
কবির আঁকা ছবির মত.....
বাতাসের ফিস-ফাস লাল আবিরে;
রাঙা চন্দনে ধুয়ে গেছে পাতা ঝরার
হলুদ অভিমানী মন
এল বুঝি সে শিমুলের পথ বেয়ে
বার্তা দিয়েছে নাকি রাঙা পলাশ
সবুজের সমারোহে


 দূরত্ব 

দূরত্ব বাড়তে বাড়তে
দেওয়ালে পিঠ গেছে সেঁটে
মধ্যবর্তী শূন্যতা ছিঁড়ে খায়
রক্ত মাংসের মুহূর্ত আমার
তুমিও তো পুড়ছো প্রতি রাতে
তোমার গড়া দূরত্বের সাথে

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন