শ্বেতশুভ্র বসনে যখন প্রভাতে তুমি আসো
জুই বেলি আর টগরের মাঝে কেমন তুমি হাসো
অপার করুণা ঝরে ঝরে পড়ে তোমার স্নিগ্ধ রূপে
তুমি আছ তাই জীবনের মানে পাই সুগন্ধি ধূপে
তোমার আলোয় ঝলমল করে দিগ্দিগন্তে আজ
ফাগুয়ার রঙে রেঙেছে ধরণী মানুষ ভুলেছে কাজ
রং দিয়ে আমায় রাঙাও এ তনু উড়িবার লাগে মন
আলো আশা আর ভালোবাসা দিয়ে পূর্ণ করো জীবন ।।
Tags:
কবিতা