১।
এইমাত্র সকাল হলো
কোথাও যেন একটা গান বাজছে
মাটির গান
তুমি হেঁটে যাচ্ছো
বটতলায় গোকুল বৈরাগীর আস্তানা
তোমাকে অনেকদিন ধরে খুঁজছিল
তুমি ওর পাশে একটু বসো
রোদ্দুরের গান শুরু হবে ।
২।
ওইরকম ভাবে শুয়ে থেকো না
অনেক কষ্টে আমরা উঠে দাঁড়িয়েছি
আমদের দিকে একবার তাকাও
এবার ঘুমিয়ে গেলে
আর আমাদের ওঠানো যাবে না ।
৩।
ছেলেটির হাত নেই, পা নেই
ছেলেটি একটি গান
নদীর মতো বয়ে চলল
গ্রাম, শহর ছাড়িয়ে অনেক দূরে
গান ছড়িয়ে রোদ উঠল
রোদে ভেসে উঠল একটা, দুটো, তিনটে পাখি ।
৪।
রাস্তা পেরিয়ে
মাঠ পেরিয়ে
নয়ানজুলি পেরিয়ে
তুমি রোদ্দুর ।