ফরিদুল ইসলাম

ফরিদুল ইসলাম
 ভালবাসি তোকে  

কি সাধ্য আমার- কাছে আসার
তোমাকে দ্যাখার
মুখ ফুটে বলার
                   ভালবাসি তোকে।

সাধ্য কি বল- তোমাকে জানার
সে ছবি হৃদয়ে আঁকার
তৃপ্তিতে কাছে পাওয়ার
                   জড়িয়ে বুকে।

যোগ্য কি আমি– তোকে নিয়ে লেখার?
কল্পনা করার
অথবা সাথী হওয়ার
             সুখে দুঃখে।

আমার কি সাধ্য – এ সম্পর্কের নাম করার
অথবা নতুন কিছু গড়ার
পারিনা বলতে, তবুও বলি তোমার
                      ভালবাসি তোকে।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন