দেবাশীষ সরকার

দেবাশীষ সরকার
 রূপসী বসন্ত 

বসন্ত এসেগেছে
নতুন ফুল ফুটছে,পাখি ডাকছে
সবকিছুর মাঝেই যেন হারিয়ে যাওয়া সেই তুমি।

সকাল হলেই তোমার কাছে যাবো ভাবছি
রাত্রি নামলেই তোমায় কাছে পাবো ভাবছি
কবির কলমে শব্দের ছুটোছুটি
তোমায় নিয়ে বসন্তের সকাল-বিকেল লেখালিখি!

ভালোবাসার অন্ধকারের স্মৃতিগুলি আজও পাতা উল্টোলেই খুঁজে পাই
খুঁজে পায় তোমার সেই রং মাখা হাসি
 খুঁজে পায় পলাশ বনে তোমার পায়ের
সেই নূপুরের শব্দ।

লাল টিপ হলদে শাড়ি,রং মাখা মুখ
হাজার বসন্তের মাঝেও তোমায় খুঁজি বারবার।
হাজার রঙ্গিন বসন্তে তুমি এক রং মাখা অনন্যা।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন