কেবল প্রেম থেকে যায়
ঠিক একদিন চলে যাব
রুক্ষ বালুচর ---নরম কানানদী ছেড়ে,
আকাঙ্ক্ষার গান কেবল কাঁদায়...
তাই তার পায়ে ---
মায়ের মতো সাঁঝ দিতে নেই...
ঘাস খুঁটে ---যে পর্ণমোচী জীবনকে রাঙায়
সে জীবনেও অপরাহ্ণ আসে,
ক্রিস্টাল রোদ পেরিয়ে...
শঙ্খযোনির সুঘ্রাণ না থাকলে ---
সেপটিকে যায় বিষিয়ে...
আকাশটা নীল...
ঝুলবারান্দার স্পেসটা কম,
সুঘ্রাণই প্রলুব্ধ করে...
শ্মশানে বসে ---
যে প্রেমের গান গায়,
সেই প্রেমিক ---হিরণ্ময় প্রেমিক...
সীমানা বাড়ে কমে ---
চেনা মুখ পাল্টায়,
কেবল প্রেম থেকে যায়
ঠিক একদিন চলে যাব
রুক্ষ বালুচর ---নরম কানানদী ছেড়ে,
আকাঙ্ক্ষার গান কেবল কাঁদায়...
তাই তার পায়ে ---
মায়ের মতো সাঁঝ দিতে নেই...
ঘাস খুঁটে ---যে পর্ণমোচী জীবনকে রাঙায়
সে জীবনেও অপরাহ্ণ আসে,
ক্রিস্টাল রোদ পেরিয়ে...
শঙ্খযোনির সুঘ্রাণ না থাকলে ---
সেপটিকে যায় বিষিয়ে...
আকাশটা নীল...
ঝুলবারান্দার স্পেসটা কম,
সুঘ্রাণই প্রলুব্ধ করে...
শ্মশানে বসে ---
যে প্রেমের গান গায়,
সেই প্রেমিক ---হিরণ্ময় প্রেমিক...
সীমানা বাড়ে কমে ---
চেনা মুখ পাল্টায়,
কেবল প্রেম থেকে যায়
Tags:
কবিতা