চন্দ্র শেখর দে

চন্দ্র শেখর দে
 মাতাল বসন্ত 

সেই কোন প্রাতে -
কবোষ্ণ রোদের গন্ধ মেখে,
তোমারই পরশ পেতে,
রেখেছি পরাণ বন্ধক, পরাণেরই সাথে।

অজস্র মেঘের টিলা পেরিয়ে
এসেছি শেষে, তোমারই দেশে।
শ্রান্তি মোর পড়েছে খসে,
বসন্তের ঝরা পাতার বেশে।

কৃষ্ণচূড়া পেতেছে লাল গালিচা
শিমুল-পলাশ সাজিয়েছে রাঙা বাগিচা।
কোকিল ধরেছে গান,
দখিনা বাতাসে কস্তুরীর ঘ্রাণ,
প্রেম-মহুয়ার নেশায় আচ্ছন্ন প্রাণ।
শুনো তব মোর নীরব হৃদয়ের আহ্বান।

এবার দাও তো ধরা
মোর বাহু ডোরে,
দয়া কর মোরে,
তোমাতে হব যে সারা।
বসন্ত রচিয়াছে বাসর
হৃদয় পেয়েছে দোসর।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন