অভিজিৎ মান্না

অভিজিৎ মান্না
খ্যালনা-বাটী 


তোমরা কেউ কি, বন্ধু হবে আমার?

কেউ তো হতে পারো
তোমরা আমার সাথী!
আমি একলা, একলা থাকি
আমার একলা খ্যালনা -বাটী।

তোমরা থাকো বড়ো, বড়ো ঘরে
কতো উঁচু, উঁচু সব বাড়ি ;
আমাদের ঘরে জল পড়ে ...
ভেঙ্গে গেছে পুরানো টালি।

তোমরা খেলো মনের সুখে
কতশত খেলনা দামি, দামি ;
আমার নারকেল মালা তিনটে
আর -- মাটির পুতুল দুই খানি।

ছেঁড়া কাঁথায়, শীতের রাতে ...
মাঝে মাঝেই সর্দি কাশি ;
খাই কাঁচালঙ্কা-- পান্তা ভাতে
আমার মায়ের ছেঁড়া শাড়ি।

তোমাদের দিকে থাকি ফেলফেলিয়ে ...
যখন তোমরা চাপো মটরগাড়ি ;
ফোঁটে কাঁটা আমার পায়ে
আমি যে- খালি পায়েই হাঁটি।

তোমরা যাও সব দামি স্কুলে ...
আমার অ আ ক খ শেষ, শুধুই খেলি ;
তোমাদের ফেলে দেওয়া খাতার পাতা
নৌকা বানিয়ে জলে ছাড়ি।

অনেক কিছুই-- ফারাক আছে ...
তা মনে মনে বেশ বুঝতে পারি ;
আচ্ছা, তাই-কি তোমরা আমার সাথে
রেখেছ করে আড়ি-?

কেউ তো হতে পারো ...
তোমরা আমার সাথী-!
অমি যে একলা, একলা থাকি
আমার একলা-- খ্যালনা -বাটী।

তোমরা কেউ কি-- বন্ধু হবে আমার...?
বলো না, কেউ কি বন্ধু হবে আমার...?



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন