সোনার রোদের হাত ধরে সেই আসলি যে তুই শেষ মাঘে,
নরম বোলে আঁচল মেলে দিলখুশিয়ার সেই ফাগে।
কলির নতুন গন্ধে মোড়া,
পোষ না মানা ডানায় ওড়া,
কুহুর বেহাগ মন ভোলালো নাম না জানা কোন বনে,
বসন্তে মন আওড়ে ওঠে রবির গানই আনমনে ।
তোর গালে আজ আবীর বোলায় কৃষ্ণকলি আড়চোখে,
পরাগ ছড়ায় ওড়না মেলে বন অলিরা খুশ হোকে ।
কোন যোগিয়ার ভাবের বোলে
উদাসী দিল একলা চলে,
বসন্তের এ বাতাস বোনে মোরাম প্রেমের রং চাদর,
আকাশ মাতে মাদল তালে, পলাশ মাখে সেই আদর ।
Tags:
কবিতা