Header Ads

Breaking News
recent

অমরজিৎ মন্ডল

অমরজিৎ মন্ডল
 তুমি কি সেই মেয়ে 

তুমি কি সেই মেয়ে
যার অনুভূতির তীব্রতায়,
কৃষ্নচূড়ায় ফুটে উঠেছিল
বসন্তের সঞ্চিত ভালোবাসা,
ভোরের শিশির সিক্ত সকালে
স্নাত হয়েছিল অনুরাগী অভিমান ।

তুমি কি সেই মেয়ে
যার ভালোবাসার রুদ্ধ আবেগে
স্নেহহীন ধূসর মরুভূমিতে জ্বলেছিল
স্নিগ্ধ প্রেমের আলো ,
ধরনীর বুক থেকে বিনিদ্র কষ্টগুলো
বৃষ্টি হয়ে ঝরে ছিল ।

তুমি কি সেই মেয়ে
যার স্বপ্নের গোপন বিচরনে
গোধূলির মেঠো পথ
ছড়িয়েছিল ভালোবাসা,
হৃদয়ের চিলেকোঠায়
কবিতারা বেঁধেছিল বাসা ।

তুমি কি সেই মেয়ে
যার ভালোবাসার তীব্র আকর্ষনে
সম্মোহিত আগন্তুক হয়েছিলাম আমি...কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.