আলো বসু

আলো বসু
 ফুরানো সেই দিনের কথা

পুরোনো সিন্দুক খুলতেই  ডাকঘরে পড়ে থাকা
ঠিকানা হারানো চিঠি রঙের পাতা
দিশাহীন উড়ে যেতে যেতে বলে গেল , ‘বসন্ত এসে গেছে ‘
সেটা কোন খবর নয় --
এখন আমি তাকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলবো
সেটাও কোন খবর নয় ---
 আমাকে ছেড়ে বসন্ত গেলই বা কবে ?
তাপে ও তৃষ্ণায় জখম ও জ্বালার জমকে ,
হিম ও হতাশার মধ্যে শীতে ও সন্তাপে
তলিয়ে যেতে যেতেও এই যে ফিরিয়ে রেখেছি মুখ
জীবনের দিকে
সে তো সে মায়ার মত যাপন আগলে বসে রয়েছে বলেই
আর আশ্চর্য  দেখো, মস্ত একটা অন্ধকারের স্লেটে লিখছি
তুষারপাত , বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লিখতে লিখতে
মুছে যাচ্ছি চকখড়ির মতো -----
 খবর নেই কোথাও !



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন