তবু কেন যে একটা একুশ লাগে !
সে ও তোমার মত, অবিচ্ছেদ্য,
রাগ দুঃখ অভিমান হিসেবি সংলাপ
সে-ই সব জানে।
সেও তোমারই মত, আর এক জননী
জীবনের যত সুখ যত হাহুতাশ
সব কিছু তাতেই প্রকাশ।
তার বুকে মাথা রেখে ভাল বাসি, রেগে যাই,
স্বপ্ন দেখি, তীব্র জ্বরে ভুল বকি
অনুরাগে বিদ্ধ হই।
এত মায়া, এত ভালোবাসা, নাড়ির টানের চেয়ে টান,
তবু কেন যে একটা একুশ লাগে!
আমার জন্মের পর তোমাকে শুদ্ধ হতে!
আমার মুখের ভাষাকে বাংলা হতে!
সে ও তোমার মত, অবিচ্ছেদ্য,
রাগ দুঃখ অভিমান হিসেবি সংলাপ
সে-ই সব জানে।
সেও তোমারই মত, আর এক জননী
জীবনের যত সুখ যত হাহুতাশ
সব কিছু তাতেই প্রকাশ।
তার বুকে মাথা রেখে ভাল বাসি, রেগে যাই,
স্বপ্ন দেখি, তীব্র জ্বরে ভুল বকি
অনুরাগে বিদ্ধ হই।
এত মায়া, এত ভালোবাসা, নাড়ির টানের চেয়ে টান,
তবু কেন যে একটা একুশ লাগে!
আমার জন্মের পর তোমাকে শুদ্ধ হতে!
আমার মুখের ভাষাকে বাংলা হতে!
সুচিন্তিত মতামত দিন