আমার প্রিয় বর্ণমালা
একুশ আমার অহংকার
একুশ আমার চেতনা,
যে চেতনামূলে পেয়েছি আমরা
বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ,
রক্তে রঞ্জিত একটি পতাকা- আমার ঠিকানা।
একুশ আমার স্বপ্ন, আশা, আকাঙ্খা
একুশ মানে নদীমাতৃক বাংলাদেশ
একুশ মানে-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
রফিক, বরকত, শফিক, সালাম এর
রক্তে রঞ্জিত- আমার প্রিয় বর্ণমালা।
একুশ মানে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ
নদীমাতৃক বাংলার আঁকাবাঁকা মেঠোপথ
একুশই আমার অহংকার-
একুশ মানে কোকিলের সুমধুর তান,
একুশ মানে কৃষ্ণচূড়ার ডালে ফাগুনের গান।
একুশের চেতনাই -
আমার প্রিয় সোনার দেশ,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ব মানচিত্রে
মাথা উঁচু দাড়িয়ে-
জন্মভূমি প্রিয় দেশ আমার
মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।
একুশ আমার অহংকার
একুশ আমার চেতনা,
যে চেতনামূলে পেয়েছি আমরা
বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ,
রক্তে রঞ্জিত একটি পতাকা- আমার ঠিকানা।
একুশ আমার স্বপ্ন, আশা, আকাঙ্খা
একুশ মানে নদীমাতৃক বাংলাদেশ
একুশ মানে-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
রফিক, বরকত, শফিক, সালাম এর
রক্তে রঞ্জিত- আমার প্রিয় বর্ণমালা।
একুশ মানে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ
নদীমাতৃক বাংলার আঁকাবাঁকা মেঠোপথ
একুশই আমার অহংকার-
একুশ মানে কোকিলের সুমধুর তান,
একুশ মানে কৃষ্ণচূড়ার ডালে ফাগুনের গান।
একুশের চেতনাই -
আমার প্রিয় সোনার দেশ,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ব মানচিত্রে
মাথা উঁচু দাড়িয়ে-
জন্মভূমি প্রিয় দেশ আমার
মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।
Tags:
কবিতা