সুদীপ্ত মন্ডল



 অভিমান 

চুপ থাকতে থাকতে
বড় বেশি নিশ্চুপ তুমি
শীতকাল চলে গেল
তবু তুমি আবার পরেছো
শীতপোষাক সোয়েটার
আর আমি ফিরে যাচ্ছি
তোমার হাতে বোনা
নরম উলের সোয়েটারে
উষ্ণতার অনুভবে।

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন